শুধু বিদ্যুৎ সংকট নয়, দেশে ডলার ঘাটতিও দেখা দিয়েছে : পরিকল্পনামন্ত্রী

শুধু বিদ্যুৎ সংকট নয়, দেশে ডলার ঘাটতিও দেখা দিয়েছে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বিদ্যুৎ সংকটের পাশাপাশি ডলারেরও ঘাটতি দেখা দিয়েছে। এই সব ঘাটতি সমাধানের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দেশে টাকার সংকট নেই, তবে ডলারের ঘাটতি ইতোমধ্যে দেখা দিলেও সেটা পূরণের চেষ্টা করছে সরকার। আশা করি দ্রুত ডলারের ঘাটতি পূরণ হয়ে যাবে।

শনিবার (১০ জুন) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলীর আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনস্বাস্থ্যর নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম প্রমুখ।

news24bd.tv/FA