মোহনবাগানের জার্সিতে আজ মাঠে নামবেন মার্টিনেজ

সংগৃহীত ছবি

মোহনবাগানের জার্সিতে আজ মাঠে নামবেন মার্টিনেজ

অনলাইন ডেস্ক

কোলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগানের জার্সিতে আজ মাঠে নামবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ। মোহনবাগানের জার্সি পরে গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে তাকে।

মঙ্গলবার এ ম্যাচটি খেলবে সাবেক মোহনবাগান অলস্টার্স ও কলকাতা পুলিশ অলস্টার্স। ম্যাচে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামবেন কিংবদন্তী সাবেক ফুটবলাররা।

এদিন বিকেলে মার্টিনেজ যাবেন মোহনবাগান ক্লাবে। সেখানে তার হাতে তুলে দেওয়া হবে সোনার রত্ন সম্মাননা। পরে সোবার্স, পেলে, মারাদোনা নামাঙ্কিত গেটের সূচনা করবেন তিনি। মোহনবাগান মাঠেও নামবেন তিনি, চারদিক ঘুরবেন; গ্যালারিতে ভক্তদের উদ্দেশ্যে বল ছুড়ে দেবেন।

সোমবার ঢাকা সফরের পর কোলকাতায় যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতি এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কলকাতায় পৌঁছান তিনি।

কোলকাতার শিল্পপতি ও স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত বলেন, মার্টিনেজের আগে ধারণা ছিল কোলকাতা মানেই বাংলাদেশ। তাকে পরে জানানো হয়েছে- দুই অঞ্চলের ভাষা এক হলেও বাংলাদেশ সম্পূর্ণ একটি রাষ্ট্র; আর কলকাতা ভারতের একটি প্রদেশের রাজধানী।

news24bd.tv/FA