গবেষণার ৩৮টি মোরগ নিয়ে গেল চোর! 

সংগৃহীত ছবি

গবেষণার ৩৮টি মোরগ নিয়ে গেল চোর! 

অনলাইন ডেস্ক

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট (বিএলআরআই) গবেষণার জন্য পালন করা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে।

বিএলআরআই সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগের রাতে একটি 'পিওর লাইন' মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। ঈদের ছুটির পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিষয়টি জানতে পারলেও চুরির কথা এতদিন গোপন ছিল।

এই শেডের মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম বলেন, 'শেডে ৩০০টি মোরগ ছিল।

ঈদের আগের রাতে শেড থেকে আরআরআই ও হোয়াইট লেগ হর্ন জাতের ৩৮টি মোরগ চুরি হয়। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত দায়িত্ব পালন করি। রাতে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব থাকে।

জানতে চাইলে, পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা বলেন, 'এটা যদিও আমার গবেষণা তবে যে বিষয়টি জানতে চাইছেন সেটা প্রশাসনিক বিষয়।

এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না। '

News24bd.tv/aa