সৌদি আরবে নিহত দুজনের বাড়িতে শোকের মাতম

সৌদি আরবে নিহত দুজনের বাড়িতে শোকের মাতম

বাবুল আখতার রানা, নওগাঁ

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত হয়েছে ৭ বাংলাদেশি। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার দুইজন রয়েছেন। তারা হলেন- উপজেলার উদয়পুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে বারেক সরদার, আরেকজন একই উপজেলার সাহাগোলা ঝনঝনিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রমজান আলী।

রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।

মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ওই দুই পরিবারে চলছে শোকের মাতম।

নিহত বারেক সরদারের বড় ভাই শাহাদাত হোসেন জানান, বারেক ২০০৬ সালে সৌদি আরবে যায়। এরপর সর্বশেষ ২০১০ সালে বাড়িতে এসেছিলেন। এরপর আবারো যান সৌদি আরবে।

তার দুই মেয়ে রয়েছে। সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাকে জানান। বারেকের এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

অন্যদিকে ঝনঝনিয়া গ্রামের নিহত রমজান আলীর মা রহিমা বিবি বলেন, গত ৫ বছর আগে রমজান বিদেশে যায়। এরপর ছুটিতে এসে গত চার মাস আগে আবারো চলে যায়। এসব কথা বলে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছিলেন তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বিষয়টি জানার পর ওই দুই পরিবারে পুলিশ পাঠানো হয়েছিল। তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক