ঢামেকের ওয়ার্ড থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

সংগৃহীত ছবি

ঢামেকের ওয়ার্ড থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ। কামরাঙ্গীরচর থেকে নবজাতককে  উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একজন নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যান।

পরে সিসিটিভি ও তথ্য প্রযুক্তি সহায়তায় কামরাঙ্গীরচর থেকে রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করা হয়। নবজাতকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

তবে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে বিষয়টি নিশ্চিত করে কিছু বলেননি হারুন অর রশিদ।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ঢামেকে রাজধানীর মিরপুর রূপনগরের বাসিন্দা শাহিনা ছেলেসন্তানের জন্ম দেন। পরে ৩১ আগস্ট দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত শাহিনার পাশ থেকে চুরি হয় তার তিনদিন বয়সী সন্তান আব্দুল্লাহ। চুরির ঘটনায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) বৃহস্পতিবার শিশুটির বাবা হিরণ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

news24bd.tv/TR

এই রকম আরও টপিক