জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবি মেনে নেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন তেল ব্যবসায়ীরা। রোববার রাত পৌনে ১০টায় জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল গফফার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি অনুযায়ী গেজেট প্রকাশ করার দাবি এরই মধ্যে মেনে নিয়েছে সরকার। অপর দাবি জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

তিন দফা দাবি মেনে নেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হলো।

এর আগে রোববার সকাল ৮টা থেকে ব্যবসায়ীরা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। এর ফলে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি এ ধর্মঘট আহ্বান  করা হয়।

এই রকম আরও টপিক