মহাশক্তি নিয়ে ধেয়ে আসছে হ্যারিকেন লি 

সংগৃহীত ছবি

মহাশক্তি নিয়ে ধেয়ে আসছে হ্যারিকেন লি 

অনলাইন ডেস্ক

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন লি ভয়ঙ্কর শক্তিশালী ঝড়ে রূপ নিয়েছে। ঝড়টি এখন আটলান্টিক মহাসাগরেই অবস্থান করছে। খবর আল জাজিরা 

শক্তির দিক দিয়ে ক্যাটাগরি-৫ এ পৌঁছেছে ঝড়টি। বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটারেরও বেশি।

 যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে ওই অঞ্চলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে হ্যারিকেন লি।

সর্বশেষ আপডেটে মার্কিন হ্যারিকেন সেন্টার জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর পাশ দিয়ে যাবে।

তবে এ হ্যারিকেনটি নির্দিষ্ট কোনো এলাকায় আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। ক্যারিবিয়ান অঞ্চলে ঝড়টির কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ের প্রভাব পড়বে।

মার্কিন হ্যারিকেন সেন্টার আরও জানিয়েছে, রোববার থেকে যুক্তরাষ্ট্রের উপকূলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। শুক্রবার সকালে হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে ১ হাজার ১৩ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এই ঝড়টি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া ১২তম সামুদ্রিক ঝড়। জুন থেকে নভেম্বর পর্যন্ত আটলান্টিকে ঝড়ের মৌসুম চলে। হ্যারিকেন লি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মাত্র এক ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৪ ঝড়ে রূপ নেয়।

news24bd.tv/AA