এবার দুর্নীতির অভিযোগে ফাঁসলেন ক্রিকেটার নাসির

সংগৃহীত ছবি

এবার দুর্নীতির অভিযোগে ফাঁসলেন ক্রিকেটার নাসির

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার নাসির হোসেন এখন ব্রাত্য। মাঠের পারফরম্যান্স দিয়েও নেই আলোচনায়। তবে সমালোচনার মধ্যে ঠিকই আছেন তিনি। ব্যক্তিগত কারণে মাঝেমধ্যে সংবাদের শিরোনাম হন তিনি।

এবার তো আন্তর্জাতিক গণমাধ্যমে এলেন নাসির। তার বিরুদ্ধে নতুন এবং গুরুতর অভিযোগ, ভঙ্গ করেছেন দুর্নীতি বিরোধী ধারা।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আইসিসি তাদের এক প্রতিবেদনে এমেরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষে খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।


 
নাসিরের বিরুদ্ধে অভিযোগটি মূলত ২০২১ সালের। ওই বছর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি১০ লিগে খেলতে গিয়েছিলেন তিনি। সেখানে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে ইসিবি।

নাসির ছাড়াও দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগে ফেঁসেছেন কৃষাণ কুমার চৌধুরী (একটি দলের সহকারী মালিক), পরাগ সংভি (একটি দলের সহকারী মালিক), আছার জাইদি (ব্যাটিং কোচ), রিজওয়ান জাবেদ (স্থানীয় ক্রিকেটার), সালিয়া সামান (স্থানীয় ক্রিকেটার), সানী ঢিলন (সহকারী কোচ), শাদাব আহমেদ (টিম ম্যানেজার)।

news24bd.tv/SHS