জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র

সংগৃহীত ছবি

জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

দেশের জিডিপিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ২ শতাংশ অবদান রাখবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

বুধবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার রূপপুর কেন্দ্রের ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন মন্ত্রী।

আরও পড়ুন : রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যাবে আগামী সেপ্টেম্বরে

মন্ত্রী বলেন, ২০২৫ সালের শুরুতে রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়া যাবে।

সঞ্চালন লাইনসহ অন্যান্য অবকাঠামো তৈরি হওয়ার পরই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে জানান ইয়াফেস ওসমান।

প্রকল্প পরিচালক শৌকত আকবর জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যে পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য হতে যাচ্ছে।

news24bd.tv/FA