সেরা ক্রিকেট খেললেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ : মঞ্জরেকর

সংগৃহীত ছবি

সেরা ক্রিকেট খেললেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ : মঞ্জরেকর

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে আগামী বৃহষ্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুই দলের অবস্থান যেন দুই মেরুতে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিধ্বস্ত করে টানা তিন জয়ে আত্মবিশ্বাসে উড়ছে ভারত। উল্টো দিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে ছন্নছাড়া টাইগাররা।

এমতাবস্থায় ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করছেন, বাংলাদেশ যদি তাদের সেরা ক্রিকেটও খেলে, তবুও হারাতে পারবে না ভারতকে।

দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের আগে স্টার স্পোর্টসে অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের উত্তরে মঞ্জরেকর বলেন,‘ সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যই নেই। ’

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে গোণায় না ধরলেও, সবশেষ দেখায় এশিয়া কাপে এই ভারতকে হারায় সাকিব আল হাসানের দল।

এর আগে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজেও রোহিত শর্মার দল সিরিজ হারে।

পরিসংখ্যানের এই হিসাব-নিকাষ জানা আছে মঞ্জরেকরেরও। তাই তো সব টেনে তিনি বললেন, ‘আমার মনে হয় না, ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো সেই সামর্থ্য বাংলাদেশের আছে। তাদের সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের (বাংলাদেশের) সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)। ’

news24bd.tv/SHS