দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল

সংগৃহীত ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাতে বিআইডব্লিউটিএ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নৌপথে লঞ্চ সার্ভিস বন্ধ থাকবে। এদিকে লঞ্চ বন্ধ থাকলেও ওই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে উঠার আশঙ্কা রয়েছে।

তাই নৌ দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকে এই নৌ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ সার্ভিস বন্ধ  থাকবে। ’

এসময় নৌপথ পার হতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে বলে তিনি জানান।

এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চসার্ভিস বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ছোট-বড় ১২টি ফেরি সার্বক্ষণিকভাবে চলাচল করছে।

news24bd.tv/SHS