সবকিছু ভুলে সামনের ম্যাচগুলো জেতার প্রত্যাশা পাপনের

ফাইল ছবি

সবকিছু ভুলে সামনের ম্যাচগুলো জেতার প্রত্যাশা পাপনের

নিজস্ব প্রতিবেদক

সবকিছু ভুলে সামনের ম্যাচগুলো জেতার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ টিম মাঠে নামবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (২৯ অক্টোবর) ভারতে বিশ্বকাপ সফররত সংবাদ সম্মেলনে পাপন বলেন, আগে কী হয়েছে সেটা ভুলে সামনের ম্যাচগুলোতে ভালো করতে চায় বাংলাদেশ। ক্রিকেটারদের সাথে এ বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

পাপন বলেন, ব্যাটারদের সাথে তাদের কথা হয়েছে।

কী সমস্যা সেটা নিয়ে না ভেবে সামনে তিনটি ম্যাচ ভালো করার কথা বলেন পাপন। এসময়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পাশে আছে বলেও জানান বিসিবি সভাপতি।

উল্লেখ্য, সবশেষ ডাচদের কাছে কোলকাতার ইডেন গার্ডেন্সে লজ্জার এক হার উপহার দিয়েছে টাইগার ক্রিকেটাররা। নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের পরাজয়ের পর নড়েচড়ে বসেছে বিসিবি।

এর আগে সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইবো আমরা। ’

news24bd.tv/FA