নোয়াখালীতে সড়কে গাছ ফেলে হরতাল, গ্রেপ্তার ৮৪

নোয়াখালীতে সড়কে গাছ ফেলে হরতাল, গ্রেপ্তার ৮৪

নোয়াখালী প্রতিনিধি

দেশব্যাপী বিএনপি-জায়ামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা বাংলাবাজার সড়কে গাছ ফেলে হরতাল পালন করে বিএনপি ও জামায়াত সমর্থকরা। পরে পুলিশ এসে গাছ সরিয়ে দেয়। তবে হরতাল চলাকালে হরতালের সমর্থনে সড়কের রাস্তায় মিছিল মিটিং করতে দেখা যায়নি।

সকাল থেকে জেলার সোনাপুর বাস স্টেশন থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

তবে সড়কে সিএনজি, অটোরিক্সা ও বিজ্ঞান ও প্রযুক্তির বেশ কিছু বাস চলাচল করতে দেখা গেছে।

এদিকে নাশকতার আশঙ্কায় জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি সন্দেহে ৮৪ জনকে গ্রেপ্তার করে। জেলার স্কুল, কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়, খোলা ছিল সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে জেলায় হরতালে কোনো প্রভাব পড়েনি।

জীবন যাত্রা স্বাভাবিক।

পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামাতের ৮৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ। ভোরে জেলা কয়েকটি স্থানে হরতাল সমর্থকরা রাস্তায় বের হলেও পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থানে পিছু হটে তারা।


news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক