খায়বার যুদ্ধ প্রসঙ্গ টেনে লন্ডনে জাতিগত বিদ্বেষ ছড়ানোয় ২ নারী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

খায়বার যুদ্ধ প্রসঙ্গ টেনে লন্ডনে জাতিগত বিদ্বেষ ছড়ানোয় ২ নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

লন্ডনের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে ট্রাফালগার স্কোয়ার থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে লন্ডন পুলিশ জানিয়েছে।  

অভিযুক্ত নারীদ্বয় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে ৬২৮ খ্রিস্টাব্দে সৌদি আরবে সংঘটিত খায়বার যুদ্ধ প্রসঙ্গ টেনে আনা হয়েছে। সে সময় একটি দুর্গে আশ্রয় নেওয়া ইহুদিদের ওপর মুসলমানরা আক্রমণ করেছিল বলে ওই ভিডিওতে বলা হয়।

 

পুলিশ জানিয়েছে, ওই দুই নারী এখন তাদের হেফাজতে আছে। যারা এই দুই নারীর ওই ভিডিও সম্পর্কে বার্তা দিয়েছে এবং তাদের আটকে সহায়তা করেছে তাদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ।    

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার পর প্রায় তিন সপ্তাহ ধরে লন্ডনে বিক্ষোভ চলছে। বিক্ষোভ শুরুর পর থেকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ১০০ জনকে গ্রেপ্তার করেছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে আরব-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে খায়বার যুদ্ধ কখনো কখনো ইহুদিবিরোধী বিদ্বেষের একটি রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে।

সূত্র: এলবিসি

news24bd.tv/আইএএম