চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ থানায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহীন আক্তারকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আবু তৈয়বকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সাইফুর রহমানের আদালত এই রায় দেন। অভিযুক্ত আবু তৈয়ব চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের জাফরাবাদ এলাকার টুনু মিয়ার ছেলে।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহীন আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হওয়ায় স্বামী মো. আবু তৈয়বকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

একই সঙ্গে সাত দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

মামলায় শাহীন আক্তারের দুই কন্যা রিমু আক্তার ও রেশমি আক্তার আদালতে সাক্ষী দিয়ে ছিলেন। রায়ের সময় আবু তৈয়বকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা মূলে আদালত থেকে পুনঃরায় কারাগারে পাঠানো হয়েছে।