‘গাজায় পারমাণবিক বোমা ফেলার সম্ভাবনা রয়েছে’ বলে ইসরাইলি মন্ত্রী বরখাস্ত 

‘গাজায় পারমাণবিক বোমা ফেলার সম্ভাবনা রয়েছে’ বলে ইসরাইলি মন্ত্রী বরখাস্ত 

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দেওয়ায় ইসরাইলের এক মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিইয়াহুকে ‘পরবর্তী নোটিশ’ না দেওয়া পর্যন্ত সরকারের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরাইলের হেরিটেজ মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, গাজায় পরমাণু বোমা ফেলা হবে কিনা। উত্তরে তিনি বলেন, ‘সম্ভাবনা রয়েছে’।

ইসরায়েলের রাজনীতিক বেন গভিরের চরম ডানপন্থী রাজনৈতিক দল ওৎজমা ইহুদি পার্টির সদস্য আমিচাই ইলিয়াহু। মন্ত্রিসভার সদস্য হলেও যুদ্ধকালীন সিদ্ধান্তগ্রহণের জন্য গঠিত ইসরায়েলের জরুরি মন্ত্রিসভায় কিংবা হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মন্ত্রিসভার নির্দেশ প্রদানের ক্ষেত্রে তার প্রত্যক্ষ কোনও ক্ষমতা নেই।

সাক্ষাৎকারে গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন ইলিয়াহু। তিনি বলেন, ‘‘আমরা নাৎসিদের মানবিক সাহায্য হস্তান্তর করব না।

’’ গাজায় কোনও বেসামরিক নাগরিক নেই বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক