বৃষ্টির বিষয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর

সংগৃহীত ছবি

বৃষ্টির বিষয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ নভেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে। এছাড়া, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

 

অন্যদিকে সোম ও মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রোববার তা কমে হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, রোববার তা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

news24bd.tv/Aa