আসামি গ্রেপ্তারে সহায়তায় একজনকে ডিএমপির অর্থ পুরস্কার

সংগৃহীত ছবি

আসামি গ্রেপ্তারে সহায়তায় একজনকে ডিএমপির অর্থ পুরস্কার

অনলাইন ডেস্ক

চলমান হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আসামি গ্রেপ্তারে সাধারণ মানুষ পুলিশকে সাহায্য করেছে। ডিএমপির পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

তিনি বলেন, রাজধানীর ১২টি স্পট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৮ তারিখ থেকে এখন পর্যন্ত ৬৪টি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। নাশকতাকারীরা যাত্রীবেশে দাহ্য পদার্থ ব্যবহার করে বসে আগুন দেয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রতিদিন যে পরিমাণ নাশকতা হচ্ছে, তার অনেক গুণ বেশি ঠেকিয়ে দিয়েছে পুলিশ।

এরপরেও রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা করলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এসময়, আগামী ১২ ও ১৩ তারিখের অবরোধ কর্মসূচিতেও নাশকতাকারীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি পুলিশের।