চোখ থাকতে অন্ধদের ১০ টাকার টিকিটে চিকিৎসার পরামর্শ প্রধানমন্ত্রীর 

সংগৃহীত ছবি

চোখ থাকতে অন্ধদের ১০ টাকার টিকিটে চিকিৎসার পরামর্শ প্রধানমন্ত্রীর 

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি যাদের চোখে পড়ে না তারা চোখ থাকতে অন্ধ। তারা ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখাতে পারেন। তিনি বলেন, তাদের শুধু চোখ নয়, মনও অন্ধকার। তারা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না।

তারা মানুষ পুড়িয়ে মারে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথ ও আইকনিক রেলস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলে দিতে রাজি নন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলেই ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি।  

news24bd.tv/আইএএম