মার্কিন ডেস্ট্রয়ারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন ডেস্ট্রয়ারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইউএসএস ম্যাসন নামে ওই ডেস্ট্রয়ার এডেন উপসাগরে অবস্থান করছিল। খাবর পার্সটুডের।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এডেন উপসাগর থেকে আটক করা একটি পণ্যবাহী ট্যাঙ্কার উদ্ধারে সহায়তা করার পর ইউএসএস ম্যাসন হামলার শিকার হয়েছে।

মার্কিন বাহিনীর বিবৃতিতে জানানো হয়, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ডেস্ট্রয়ার থেকে অন্তত ১০ নটিক্যাল মাইল দূরে পড়ে। ফলে ডেস্ট্রয়ারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এর আগে সেন্ট্রাল পার্ক নামে উদ্ধার করার ট্যাংকার জাহাজটিতে ফসফরিক এসিড বহন করা হচ্ছিল।

এছাড়া এতে ২২ জন বিদেশি ক্রু ছিলেন।

news24bd.tv/তৌহিদ