চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শনিবারে স্কুল খোলা রাখা যায় কিনা সে বিষয়টিও ভেবে দেখার জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের প্রতি অনুরোধ জানান মহাপরিচালক। প্রতি বছর ১৩ শতাংশ শিশু শিক্ষার্থীর ঝরে পড়াকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি; বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি স্লোগানে শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে মহাপরিচালক আরও জানান, বর্তমানে দেশে এক লাখ চৌদ্দ হাজারের বেশি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এক কোটি সাতানব্বই...
‘চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হতে পারে’

মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের নতুন সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক

চলতি বছরের মাদ্রাসার পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের তারিখে পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার (৮ মে) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে সংশোধিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং সকল বেসরকারি মাদ্রাসাস্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়েরছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি হালনাগাদ করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা: শুরু হবে ৩০ জুন, চলবে ১৭ জুলাই পর্যন্ত। ফল প্রকাশ ৩ আগস্ট। নির্বাচনী পরীক্ষা: অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। ফল প্রকাশ ১০ নভেম্বর। বার্ষিক পরীক্ষা: শুরু হবে ২০ নভেম্বর এবং শেষ হবে ১১ ডিসেম্বর। ফল প্রকাশ ৩০ ডিসেম্বর। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা ও ফল প্রকাশ কার্যক্রম বাস্তবায়নে...
নোবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আজ শুক্রবার গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের আহ্বানে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল সার্ভিস, পানির ব্যবস্থা, হালকা নাস্তা, প্রাথমিক চিকিৎসা সেবা এবং আবাসন সুবিধা প্রদান করেন। এসব সুবিধা পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখে। নোবিপ্রবি ছাড়াও নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই ভর্তি...
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন কর্ণকাঠি এলাকার খয়রাবাদ সেতুর পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বর্গা নেওয়া ধানক্ষেতে সেচের জন্য খাল থেকে পানি তুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বন্দর থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। তার হাতে বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়লে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর