সায়েদাবাদে বাসে আগুন

বাসে আগুনের ফাইল ছবি

সায়েদাবাদে বাসে আগুন

অনলাইন ডেস্ক

অবরোধের আগের দিন শনিবার রাতে রাজধানীর সায়েদাবাদে আসমানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টা ৪৮ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।  

এর কিছুক্ষণ পর আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, রাত ১১টায় আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে তারা ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায়। ৮ মিনিট পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
একই সময় গাবতলী বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইন নামক একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশি নিরাপত্তায় রাত ১১টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক