আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোবাবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের হয়ে নির্বাচন করছেন এই গায়িকা। প্রার্থীতা ফিরে পেয়ে প্রতিক্রিয়ায় ডলি সায়ন্তনী বলেন, আলহামদুলিল্লাহ আমি রায় পেয়েছি, আমি খুবই আনন্দিত।

আমার এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছি, আজকেই তাদের কাছে যাব, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমিও খুব উদ্বিগ হয়ে আছি তাদের কাছে যাওয়ার জন্য।

প্রসঙ্গত, ক্রেডিট কার্ড সংক্রান্ত ঝামেলার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।

news24bd.tv/TR