হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। ফলে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না সাদিক আব্দুল্লাহর।  

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন।  

সাদিক আব্দুল্লাহর আইনজীবী ইফতাবুল কামাল অয়ন বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন সাদিক আব্দুল্লাহ। পাশাপাশি একই আসনের জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করা হয়।  

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল শুনানি নিয়ে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

news24bd.tv/আইএএম