জান্তার কাছ থেকে রাখাইন ছিনিয়ে নিলো আরাকান আর্মি

সংগৃহীত ছবি

জান্তার কাছ থেকে রাখাইন ছিনিয়ে নিলো আরাকান আর্মি

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকারের ১৪২টি অবস্থান দখল করে নিয়েছে আরাকান আর্মি। পাশাপাশি, চিন রাজ্যের পালেটা শহরও দখল করে নিয়েছে তারা। গত ৪৫ দিন ধরে জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াইয়ের পর এ অগ্রগতি সাধন করে বিদ্রোহী গোষ্ঠীটি। খবর ইরাবতীর।

চলতি সপ্তাহে মুংদাউ, পাক্তাউ এবং পালেটা শহরে তীব্র লড়াই হয়েছে। এর আগে ট্রনাইং এবং হনবু শহরেরও পতন ঘটে।

গত মঙ্গলবার আরাকান আর্মি পালেটা থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সিনলেটা শহরে আক্রমণ চালায়। পালেটা শহরের একজন বাসিন্দা জানান, সিনলেটা শহরের অধিবাসীরা জঙ্গলে পালিয়ে গেছেন।

মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় আমরা তাদের খোঁজ নিতে পারিনি।

গত ১৩ নভেম্বরের পর থেকে জান্তা সরকার রাখাইন রাজ্য থেকে ৩০০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আরাকান আর্মির হিসাবমতে, গত সোমবার ও মঙ্গলবার সিতুই, মিনবা, কিয়াকতাউ, ম্রাউক উ এবং পাক্তাউ শহর থেকে ৬০ জনকে আটক করা হয়।

আরাকান আর্মি বা বেসামরিক ন্যশনাল ইউনিটি গভর্নমেন্টকে সমর্থনের দায়ে আটককৃতদেরকে লম্বা বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় এবং দীর্ঘদিন কারাগারে থাকতে হয়।

জাতিসংঘের তথ্যমতে, ৪ ডিসেম্বর পর্যন্ত জান্তা সরকারের গুলিতে ৩২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং ৯৬ জন আহত হয়েছেন। ১৩ নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ১ হাজার নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

news24bd.tv/ab