নেত্রকোনায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে

সংগৃহীত ছবি

নেত্রকোনায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে

নেত্রকোনা প্রতিনিধি:

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নেত্রকোনায় পৌঁছেছে ব্যালট পেপারসহ নির্বাচনী সকল সরঞ্জাম। সোমবার রাত সোয়া ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছায় ব্যালট পেপার পরিবহনকারী কাভার্ড ভ্যান।

নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান এসকল নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসেন। পরে জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফার উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় সকল সরঞ্জাম রাখা হয়।

আরও পড়ুন: মাশরাফিকে জরিমানা 

নির্বাচন অফিসার জানান, কর নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচনী সকল সরঞ্জাম নেত্রকোনায় পৌঁছেছে এবং সকল ধরনের সরঞ্জাম গোপনীয় শাখায় রাখা হয়েছে।

১৮ লাখ ৯৭ হাজার ৮৬০ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের সকল ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম এসেছে বলেও নিশ্চিত করেন তিনি।  

news24bd.tv/কেআই