সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

সিরিয়ার দেইর আজ-জাওয়ার প্রদেশে অবস্থিত মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন মার্কিন সেনা। আহত সেনাদের দ্রুত হাসপাতালে ভর্তির জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়।

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেইর আজ -জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা হয়।

হামলায় সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

স্পুৎনিককে বলেছে, ড্রোন হামলার পর ওই ঘাঁটি থেকে হেলিকপ্টার উড়তে দেখা যায়। আহত সেনাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য হেলিকপ্টারটি আকাশে ওড়ে।  

ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাশদ আশ-শাবি এ ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দেওয়ার কারণে এই হামলা চালানো হয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক