'গত কয়েকদিনের সহিংসতা নিয়ে উদ্বেগ আছে বিদেশি পর্যবেক্ষকদের'

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন (ফাইল ছবি)।

'গত কয়েকদিনের সহিংসতা নিয়ে উদ্বেগ আছে বিদেশি পর্যবেক্ষকদের'

নাহিদ হোসাইন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, গত কয়েকদিনের সহিংসতা নিয়ে উদ্বেগ আছে বিদেশি পর্যবেক্ষকদের। রোববার সকালে টিচার্স ট্রেনিং কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় পররাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন তার মা। নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ভোটার টার্ন আউট একটি অংশ। তবে নির্বাচনের প্রক্রিয়াগত সচ্ছতা থাকছে কিনা সেটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মূল বিবেচ্য।

এবার নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করছেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ঘুরে দেখছেন তারা।

ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, চীন, ভারত, কানাডাসহ ১৩ দেশ থেকে এসেছেন পর্যবেক্ষকরা।  

এছাড়া সংবাদ সংগ্রহে কাজ করছেন ৭৩ জন বিদেশি সংবাদকর্মী।

news24bd.tv/TR