সিনিয়রদের ভুল সিদ্ধান্তকে ভরাডুবির কারণ বলছেন জাপার সংসদ সদস্যরা

প্রতীকী ছবি

সিনিয়রদের ভুল সিদ্ধান্তকে ভরাডুবির কারণ বলছেন জাপার সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় নির্বাচনের জয়লাভের পর শপথ গ্রহণের জন্য জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির ১১ সংসদ সদস্য। তাদের মধ্যে রয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তারা জাতীয় সংসদে আসেন। এর আগে সংসদে শপথ গ্রহণ করেন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্যরা।

জাতীয় পার্টির এমন ভরাডুবির কারণ জানতে চাইলে সংসদ সদস্যরা জানান, এই ভরাডুবির কারণ দলের সিনিয়রদের ভুল সিদ্ধান্ত। এই অল্প সংখ্যক সংসদ সদস্য নিয়ে সংসদে বিরোধী দল হিসেবে গেলে কতটুকু গ্রহণযোগ্যতা থাকবে এমন প্রশ্নে তারা জানান, আগে শপথ নেই তারপর এসব নিয়ে বিস্তারিত আলাপ করা যাবে।

গুলশানে জিএম কাদেরকে বর্তমান অবস্থা নিয়ে অনেক প্রশ্ন করা হলেও কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। ভিড়ের মাঝেই সাংবাদিকদের এড়িয়ে যান দলটির চেয়ারম্যান।

news24bd.tv/FA