পদ্মায় ফেরি ডুবি : উদ্ধার অভিযানে নৌবাহিনী

পদ্মায় ফেরি ডুবি : উদ্ধার অভিযানে নৌবাহিনী

অনলাইন ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধ্যার এর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনী ডুবুরি দল। একইসাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ -আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিন সকাল ৮টা ১৬ মিনিটের সময়ে পাটুরিয়ার ৫নং ঘাটে এ ফেরি ডুবির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।  তবে উদ্ধারে ব্যবহৃত সরঞ্জামের ঘাটতি রয়েছে বলেও জানায় তারা।

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।

news24bd.tv/FA