ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের পক্ষে জামায়াতের বিবৃতি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের পক্ষে জামায়াতের বিবৃতি

পাঠ্যবই নিয়ে বিতর্কিত মন্তব্য ও প্রকাশ্যে পৃষ্ঠা ছিঁড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হওয়া শিক্ষক আসিফ মাহতাবের পক্ষে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এই বিবৃতিতে নিন্দা জানান। এতে তিনি বলেন, ফ্যাসিস্ট একদলীয় সরকার নীতি-আদর্শহীন ও চরিত্র ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে দেশের ছাত্র-ছাত্রীদের চরিত্র ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান এই শিক্ষা কারিকুলাম প্রত্যাখ্যান করেছে।

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, সরকারের আত্মঘাতী শিক্ষানীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসী সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার অন্যায় আদেশ প্রত্যাহার করে অবিলম্বে তাঁকে পুনর্বহাল করার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

news24bd.tv/আইএএম