রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। তারা ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে সাড়ে ১১টা নাগাদ বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ ব্যানারে তারা ভাস্কর্যে জড়ো হন। পরে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শাহবাগ থানা ঘেরাও করে রেখেছেন। এদিকে শাহবাগ থানার ফটকে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘেরাওয়ের পর আলোচনার জন্য একটি প্রতিনিধি দল থানার ভেতর গেছেন। এই দলে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. মুহাম্মদ আব্দুস সালাম, ড. অসীম দাস, ড. সিরাজুল ইসলাম...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর শাহবাগ থানা ঘেরাও
নিজস্ব প্রতিবেদক

বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, গত রাতে বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের সামনের রাস্তায় কোনো যানবাহনের চাপায় আহত হন ওই নারী। খবর পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই আরও বলেন, কোন ধরনের যানবাহনে চাপায় ওই নারী মারা গেছে, তা জানা যায়নি। তার আনুমানিক বয়স হবে ৩২ বছর। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই সোহেল।...
লোকে লোকারণ্য কাকরাইল, আসছে একের পর এক বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। আজ শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজ এখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকশিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন জানান, টানা অবস্থানের কারণে শিক্ষার্থীদের অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। দেখা গেছে, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশে আসছে একের পর এক বাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আরও পড়ুন এবার ভারতের মিরাজ ২০০০ ধ্বংস করে স্থান-সময় স্পষ্ট জানালো পাকিস্তান ১৬ মে, ২০২৫ ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও...
শুক্রবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানীর বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই শুক্রবার (১৬ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। এ ছাড়াও দিনটি যদি হয় সাপ্তাহিক ছুটির। তাহলে অনেকেই চায় পরিবার নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। ঢাকার ভিতর কিছু মিউজিয়াম, পার্ক আর বিনোদনকেন্দ্র রয়েছে, যেখানে ভিড় একটু বেশি থাকে। তবে যাওয়ার আগে জেনে নিতে হবে এসব বিনোদনকেন্দ্র খোলা আছে কি না। যেসব মার্কেট বন্ধ: আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত