নাটোরের বড়াইগ্রামে মেয়ের স্বামীর সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন শাশুড়ি আনোয়ারা বেগম। ওই স্বামীর নাম সিয়াম হোসেন (২৪)। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে। শুক্রবার (১৬ মে) উপজেলার জোনাইল বাজারে জনসম্মুখে শাশুড়ি আয়োয়ারা বেগম এই ঘোষণা দেন। তিনি জোনাইল বাজারের জাহাঙ্গীর আলমের স্ত্রী। এর আগে তার মেয়ে আলো খাতুন (২২) বড়াইগ্রাম থানায় সিয়ামের নামে লিখিত অভিযোগ করেছেন। আনোয়ারা বেগম বলেন, চার বছর আগে আমার মেয়ে আলো খাতুনের সঙ্গে দোলন গ্রামের কিরন আলীর ছেলে সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সিনথিয়া খাতুন (১) নামের কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ে ও জামাই আমার বাড়িতেই বসবাস করে। সিয়াম জোনাইল বাজারের আহসানের জুয়েলারি দোকানে কাজ করত। গত রমজান মাসে জুয়েলারির দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে...
জামাতাকে খুঁজে পেতে শাশুড়ির পুরস্কার ঘোষণা
অনলাইন ডেস্ক

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিন মিয়ার ছেলে। ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোরহাব মণ্ডল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর চরপাড়া পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন যুবক মাসুদ মোল্লা। সে সময় তার দেহ ছিন্ন-বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কয়েকবছর ধরে মানসিক ভারসাম্য ছিলেন বলে বলে দাবিও করেন কয়েকজন। রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারের পক্ষ...
সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে তাড়াশে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়দার আলী চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সায়দার আলী। পথে একই গ্রামের বেলাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান পূর্বশত্রুতার জেরে তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে সায়দার আলী ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে করা হয়েছে। অন্যদিকে, এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বেলাল হোসেনর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।...
জয়পুরহাটে গণঅভ্যুত্থানে আহতদের ৭৯ লাখ টাকার চেক বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে জয়পুরহাটে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জয়পুরহাটের পাঁচ উপজেলার ৭৯ জন আহত জুলাই যোদ্ধাদের মাঝে ৭৯ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় তিনি আহত যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন,সি ক্যাটাগরীর প্রত্যেক জুলাই যোদ্ধাদের জন্য এই এক লাখ টাকার চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়। এটি আপনাদের জন্য একটি সম্মাননা। দেশের জন্য আপনারা রাজপথে নেমেছিলেন। আপনাদের এই ত্যাগ অপরিসিম। যতবার আপনাদের সাথে দেখা হয়,ততবারই আমরা নতুন করে শক্তি অর্জন করি। প্রশাসন,সাংবাদিক প্রত্যেকেই আমরা আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা লাভ করি। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর