প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৫ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক...
রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
অনলাইন ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।এই উচ্ছেদ অভিযান ভেঙে ফেলা হয়েছে অস্থায়ীসহ স্থাপনা। সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন সব দোকানপাট গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এসময় ব্যবসায়ীরা তাদের কিছু জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। অভিযানে বিপুল সংখ্যক আনসার সদস্য, পুলিশ এবং উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়।...
ইশরাক শপথ না পড়া পর্যন্ত অবস্থান থেকে নড়বেন না তারা
নিজস্ব প্রতিবেদক
ইশরাক হোসেনকেঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ভোটাররা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে নির্ধারিত সময়ের আগেই স্লোগান দিতে দিতে নগর ভবনের সামনে আসেন দলীয় নেতাকর্মীসহ দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ মানুষ। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত মেয়র পদে আসিন না হবে ততক্ষণ পর্যন্তই তাদের অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। এর আগে গতকাল বুধবার দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি করে তারা। তাদের অভিযোগ, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে নানামুখী সমস্যায় নগরবাসী৷ এদিকে গেলো মাসের ২৭ এপ্রিল গেজেট প্রকাশিত হলেও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়েননি বিএনপি নেতা ইশরাক হোসেন।তারই ধারাবাহিকতায় নগরবাসীর দাবি পূরণের লক্ষ্যে আজ এই দিনব্যাপী অবস্থান কর্মসূচি।...
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট
অনলাইন ডেস্ক

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার ১৯টি অস্থায়ী পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বসবে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বসবে ৯টি অস্থায়ী হাট। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করা যাবে। অস্থায়ী ১৯টি হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী গাবতলী হাট এবং দক্ষিণ সিটির আওতায় স্থায়ী সারুলিয়া হাটেও কোরবানির পশু ক্রয়-বিক্রয় হবে। এ হিসেবে এবছর ঈদুল আজহায় রাজধানী ঢাকায় কোরবানির পশু কেনা-বেচার জন্য মোট ২১টি স্থানে হাট থাকবে। এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়ায় এবার পশুর হাট বসবে না। ডিএনসিসির (ঢাকা উত্তর) অস্থায়ী ১০টি হাট ভাটারা সুতিভোলা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর