ভারতে কৃষক বিক্ষোভের দ্বিতীয় দিনে আহত কমপক্ষে ১৫০

বিক্ষোভকারী কৃষকদের থামাতে কাঁদানে গ্যস নিক্ষেপ করে ভারতীয় পুলিশ

ভারতে কৃষক বিক্ষোভের দ্বিতীয় দিনে আহত কমপক্ষে ১৫০

অনলাইন ডেস্ক

সম্প্রতি ভারতে কৃষকরা ফসলের ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলন করছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আন্দোলনের দ্বিতীয় দিনে রাস্তায় অবস্থানরত কৃষকদের উপর কাঁদানে গ্যাস, ড্রোন থেক গ্যাস ক্যানিস্টার নিক্ষেপ করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫০ জনের মতো কৃষক আহত হয়েছেন।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, ক্ষমতায় যেতে পারলে তার দল কৃষকদের দাবি বাস্তবায়ন করবেন।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি স্বীকৃতির দাবিতে ভারতের হাজার হাজার কৃষক গত মঙ্গলবার 'দিল্লি চলো' যাত্রা শুরু করেন। সেই যাত্রাভঙ্গের জন্য পুলিশ রাজধানী দিল্লি অভিমুখী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। কেন্দ্রীয় সরকারে সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পড় পাঞ্জাব এবং হরিয়ানার হাজারো কৃষক দিল্লি চলো কর্মসূচির ঘোষণা দেয়।

আরও পড়ুন: ক্যান্সার প্রতিষেধক তৈরির কাছাকাছি রাশিয়া: পুতিন

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি আইন সংস্কারের উদ্যোগ নেওয়ার প্রতিবাদস্বরূপ ২০২০ সালের নভেম্বর মাসে বিক্ষোভ শুরু করে ভারতের কৃষকেরা।

ওইসময় দেড়বছরের বেশি সময় বিক্ষোভ করে তারা।

news24bd.tv/SC