‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা প্রশ্নবিদ্ধের চেষ্টা সফল হয়নি’ 

কামাল আবদুল নাসের চৌধুরী

‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা প্রশ্নবিদ্ধের চেষ্টা সফল হয়নি’ 

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ইতিহাসকে মুছে ফেলা যায়নি।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘আমার ভাষা আমার শক্তি’ শিররোনামের গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, গবেষক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

 

এ সময় বক্তারা বলেন, বাংলাকে জীবিকার ভাষায় পরিণত করতে না পারলে বিদেশি ভাষার আধিক্য রোধ করা যাবে না।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক