বেইলি রোডে আগুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মা নিহত

বেইলি রোডে আগুন

বেইলি রোডে আগুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মা নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের বহুতল ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আগুনে মারা গেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএ’র শিক্ষার্থী জান্নাতিন তাজরিন ও তার মা। তারা রাতে খেতে গিয়েছিলেন সেখানে। তাদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন।

 

আরও পড়ুন... বেইলি রোডের আগুনে একসঙ্গে মারা গেছে ৭ বান্ধবী

এ ঘটনায় ৭ বান্ধবী মারা গেছেন। তারা রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তবে তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

৭ বান্ধবীর লাশ রাখা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গের সামনে।

সেখানে কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা। তারা ৭ বান্ধবী মারা যাওয়ার খবর নিশ্চিত করেন।  

আরও পড়ুন... রেস্টুরেন্টে খেতে গিয়ে লাশ হলেন একই পরিবারের ৫ জন

এছাড়া এ ঘটনায় একই পরিবারের ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন স্বামী-স্ত্রী এবং তাদের দুই মেয়ে ও এক ছেলে। জানা গেছে, তারা সবাই রাজধানী হাতিঝিল এলাকায় বসবাস করতেন। রাতে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে আগুনে মারা যান তারা।  এদের মধ্যে শুধু একজনের নাম জানা গেছে, তিনি হলেন পরিবারের কর্তা মোবারক। কয়েকদিন পরেই পরিবারের সবাইকে নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল মোবারকের।  

আরও পড়ুন...বেইলি রোডের আগুনে ভিকারুননিসার শিক্ষকের মৃত্যু

এদিকে আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহনাজ পারভীন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাত নামের এক যুবক নিহত শাহনাজ পারভীনের মরদেহ শনাক্ত করেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বহুতল ভবনের একটি ফ্লোরে থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। রেস্টুরেন্টে আসা শতাধিক মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। বাঁচাও বাঁচাও চিৎকারে সেখানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভবনে আটকে পড়ে যায় খেতে আসা মানুষরা।

আরও পড়ুন...বেইলি রোডে আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের কমিটি

আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে কাজ করতে বেগ পেতে হয়েছে। এতে নারীসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই ভবন থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।   

আরও পড়ুন... সারি সারি পড়ে আছে লাশ, স্বজনদের কান্নায় ভারী হাসপাতালের বাতাস

news24bd.tv/আইএএম