মায়ের জামিন নিতে হাইকোর্টে ৪ বছরের শিশু নূরি

আদালতে চার বছরের শিশু নূরজাহান নূরি।

মায়ের জামিন নিতে হাইকোর্টে ৪ বছরের শিশু নূরি

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার মামলায় কারাগারে বন্দী হাফসা আক্তারের জামিন চাইতে হাইকোর্টে এসেছে চার বছরের শিশু নূরজাহান নূরি। মায়ের মুক্তির জন্য মানবন্ধন করে আলোচনায় এসেছিল সে।  

সোমবার (৪ মার্চ) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান।

সূত্রের খবর, আদালত পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল (৫ মার্চ) দিন ধার্য করেছেন। সেদিন আদালত হাফসা আক্তারের ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ দেখবেন।

জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার মামলায় কারাগারে বন্দী আছেন হাফসা আক্তার।

মায়ের জামিন নিতে হাইকোর্টে এসেছে মানবন্ধন করে আলোচনায় আসা চার বছরের শিশু নূরি।

news24bd.tv/DHL