ইউক্রেনীয় কমান্ডারদের বৈঠকে হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনে হামলা (ছবি: সংগৃহীত)

ইউক্রেনীয় কমান্ডারদের বৈঠকে হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে হামলার দাবি করেছে রাশিয়া। সোমবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমান্ডাররা বৈঠক করছিলেন- এমন একটি স্থানে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, হামলার সময় ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) সামরিক কমান্ডার এবং তাদের প্রতিপক্ষরা  উপস্থিত ছিলেন।  

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ব্যাপক হারে বিমান, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এর মধ্যে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এই বৈঠকটিকে লক্ষ্যবস্তু করা হয়।  

ইউক্রেনের সংবাদ মাধ্যম এবং এজেন্সি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুসারে, রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রে এসবিইউ প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোববার সকালে ক্রাসনোদর অঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলার জন্য তাদের দায়ী করা হচ্ছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক