বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, জনজীবনে থাকবে অস্বস্তি

বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, জনজীবনে থাকবে অস্বস্তি

বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, জনজীবনে থাকবে অস্বস্তি

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ পরিস্থিতি শুক্রবারও (৫ এপ্রিল) বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কয়েক দিনের গরমে হাঁসফাঁস অবস্থা। বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

এসব এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদফতর।

 রাজশাহীতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সারা দেশেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
 
আবহাওয়া অফিস বলছে, টাঙ্গাইল, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি জেলা এবং রাজশাহী বিভাগের ৮ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামীকাল শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এতে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি অনুভব হতে পারে।
 
এ সময় দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার (৭ এপ্রিল) সারা দেশে তাপমাত্রা কমতে পারে। বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও কমতে পারে।
news24bd.tv/aa