ভুল স্বীকারের সংস্কৃতি 

আজফার হোসেন

ভুল স্বীকারের সংস্কৃতি 

আজফার হোসেন

ভুল স্বীকার করাকে আমাদের মধ্যবিত্ত সমাজে সাধারণত দুর্বলতা হিসেবে দেখা হয়। তবে আমি মনে করি, ভুল স্বীকার করা দুর্বলতার নয়, বরং শক্তিরই লক্ষণ। সবার সামনে নিজের ভুল স্বীকার করতে গেলে সাহস লাগে, সততা লাগে। এমনকি অকপটে ভুল স্বীকার করাও একধরনের বৈপ্লবিক কাজ হতে পারে।

আমাদের মূল ধারার রাজনীতিকরা জনসমক্ষে কখনও ভুল স্বীকার করেছেন বলে আমার জানা নেই। বরং ভুল করে তাকে বিভিন্ন কায়দায় ‘জাস্টিফাই’ করারই চেষ্টা করেছেন।
আর দেশে তিলে তিলে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে মূলধারার রাজনীতিকরা ভুল যে স্বীকার করবেন না, সেটাই স্বাভাবিক এবং একই প্রবণতা দেখা যায় তথাকথিত বুদ্ধিজীবী এবং লেখকদের অনেকের মধ্যেই, যারা নিজেদের ভুল টের পেলেও তা স্বীকার করা তো দূরের কথা, বরঞ্চ তাঁরা যেসব সময় সঠিক, তা প্রমাণ করার জন্য ক্লান্তিহীনভাবে তথাকথিত তর্ক চালিয়ে যেতে থাকেন। তারা কেবল যে ফ্যানাটিক তাই নয়, তারা দারুণভাবে বুদ্ধিবৃত্তিক নিরাপত্তাহীনতায় ভোগেন।
আরেকটা কথা: চিন্তা ফুরিয়ে যায় কিংবা শুকিয়ে যায় বলেই তারা কথার রকমারি-ঝকমারিতেও আশ্রয় নিতে বাধ্য ।

news24bd.tv/ডিডি