আমিরাতে ৭৫ বছরের রেকর্ড ভাঙলো বন্যা

আমিরাতে ৭৫ বছরের রেকর্ড ভাঙলো বন্যা

আরব আমিরাতের বিভিন্ন এলাকা নজিরবিহীন বৃষ্টিপাতে তলিয়ে গেছে। হিসেব বলছে, গত ৭৫ বছরে দেশটিতে এমন বন্যা দেখা যায়নি। পানি জমে গেছে আবাসিক ভবন, শপিংমল, মেট্রো স্টেশন ও বিমানবন্দরেও।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের পথঘাট ডুবে গাড়ি ভেসে গেছে।

কোথাও কোথায় মহাসড়ক ভেঙে বিশাল গর্ত তৈরি হয়েছে। সেইসঙ্গে উড়োজাহাজের যাত্রা বাতিলের পাশাপাশি মেট্রো স্টেশনের কার্যক্রমও থেমে গেছে।

১৯৪৯ সালের পর থেকে এমন বৃষ্টিপাত দেখেনি আমিরাতের মানুষ। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মুষলধারায় বৃষ্টিপাত আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে।

বিশ্ব ব্যাংকের ক্লাইমেট চেঞ্জ নলেজ পোর্টাল জানিয়েছে, আরব আমিরাতে বছরে গড়ে ১৪০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আল আইন শহরের খাতম আল শাকলা এলাকায় ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক