শান্তরা পেলেন নতুন ভিডিও অ্যানালিস্ট

শান্তরা পেলেন নতুন ভিডিও অ্যানালিস্ট

অনলাইন ডেস্ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি নবায়ন করেননি ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর। এরপর নিউজিল্যান্ড সিরিজে মহসিন শেখকে দিয়ে কাজ চালায় বিসিবি। এবার সেই মহসিনকেই পূর্ণকালীন মেয়াদে এই পদে চাকরি দিলো বোর্ড।  

আগামী দুই বছরের জন্য মহসিনকে নিয়োগ দিয়েছে বিসিবি।

স্থায়ী দায়িত্ব পাওয়ার পর মহসিন শেখের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ।

আগামী ৩ মে শুরু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। আগামী রোববার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে।

শেষ দুটি হবে মিরপুরে।

বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন মহসিন। এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে মহসিন শেখ পরিচিত এক নাম। বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এমনকি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

news24bd.tv/SHS