পশ্চিমবঙ্গের ২০ জায়গায় তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০ ছাড়াল

পশ্চিমবঙ্গের ২০ জায়গায় তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০ ছাড়াল

অনলাইন ডেস্ক

তীব্র তাপদাহে পুড়ছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদে ঊর্ধমুখীতা লক্ষ্য করা গেছে। সেখানকার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) কলকাতায় তাপমাত্রা ছিলো ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পানাগড়ে যা ছিলো ৪২.৭ ডিগ্রি। এর পরেই মেদিনীপুরে ৪২.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এরইমধ্যে আলিপুর আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেই তালিকায় রয়েছে কলকাতাও।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণে রাজ্যজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

এছাড়াও বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে কমবেশি সবকটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

news24bd.tv/SC