দেশে টেকসই প্রযুক্তিতে পানি পরিশোধন করবে জাপানি প্রযুক্তি

দেশে টেকসই প্রযুক্তিতে পানি পরিশোধন করবে জাপানি প্রযুক্তি

দেশে টেকসই প্রযুক্তিতে পানি পরিশোধন করবে জাপানি প্রযুক্তি

অনলাইন ডেস্ক

বিশ্বের বৃহত্তম পয়ঃনিষ্কাশন শোধনাগার নির্মাণ কোম্পানি ডাইকি এক্সিস বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। দেশের চার্ম লিমিটেডের সঙ্গে জাপানের এ প্রতিষ্ঠানটির যৌথ উদ্যোগে বাংলাদেশে এর সাবসিডিয়ারি কোম্পানি ডাইকি অ্যাক্সিস বাংলাদেশ-এর যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে ডাইকি এক্সিস বাংলাদেশ-এর উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের মিনিস্টার মি. মাচিদা তাতসুয়ান, ডাইকি এক্সিসের চেয়ারম্যান হিরোশি ওগেম, প্রেসিডেন্ট হিরোকি ওগেম ও ডাইকি এক্সিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুই ওয়াসি।

দেশে এ বিদেশি উদ্যোগকে স্বাগত জানাতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
 
অনুষ্ঠানে জানানো হয়, দেশে টেকসই প্রযুক্তিতে পানি পরিশোধন করবে ডাইকি এক্সিস বাংলাদেশ। সম্পূর্ণভাবে জাপানের বিনিয়োগে ডাইকি এক্সিস বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হবে।

এরই মধ্যে দেশে স্থানীয়ভাবে পয়ঃনিষ্কাশন শোধনাগার বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণ শুরু করছে কোম্পানিটি।

এতে পানি পরিশোধনাগার প্রক্রিয়ায় ব্যবহার করা হবে জাপানি টেকনোলজি জোহকাসু। মূলত বর্জ্য পানির পুনর্ব্যবহার এবং পরিবেশের গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে জোহকাসু প্রযুক্তি কার্যকর। ডাইকি এক্সিস বাংলাদেশের লক্ষ্য হলো দেশে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ রক্ষা করা।

news24bd.tv/aa

সম্পর্কিত খবর