সমাজে ভালো মানুষের উদাহরণ রনো ভাই সৃষ্টি করে গেলেন

হায়দার আকবর খান রনো

সমাজে ভালো মানুষের উদাহরণ রনো ভাই সৃষ্টি করে গেলেন

মাহবুব মোর্শেদ

বাংলাদেশে রনো ভাইয়ের রাজনীতি সফল হয়নি। হায়দার আকবর খান রনো সহ পঞ্চাশ-ষাট দশকের অনেক বামপন্থী রাজনীতিক মনে করেছেন, রাজনীতিতে সততা ও আদর্শবাদিতাই মূল কথা। দীর্ঘজীবনে তারা নিজেদের নৈতিক অবস্থান ও আদর্শবাদিতা থেকে খুব একটা সরেননি। আর এটা করতে গিয়ে তারা নিজেদের সংগঠন ও অন্যান্য সংগঠনের ঘাঘু রাজনীতিকদের কৌশল ও সক্রিয়তার কাছে পরাস্ত হয়েছেন।

রনো ভাইরা নিজেদের সততা ও আদর্শবাদিতার সঙ্গে যদি কৌশল ও সক্রিয়তা মেশাতেন তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন রকম হতে পারতো। অথচ রনো ভাইরা নিজেদের স্বতন্ত্র অবস্থান এবং কিছুটা আভিজাত্য ধরে রাখতে গিয়ে রাজনীতিতে সংখ্যালঘু ও একঘরে হয়ে পড়েছেন। ফলে আজকের প্রজন্মের কাছে তাদের সততা ও আদর্শবাদিতা খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মতো বিষয় হলেও অনুসরণ করার মতো বিষয় হতে পারলো না। এটা বড় আফসোসের বিষয়।
তবে সমাজে ভালো মানুষের যে উদাহরণ রনো ভাই সৃষ্টি করে গেলেন, তাকে সাধুবাদ জানাতেই হয়। কমরেড হায়দার আকবর খান রনো অমর হবেন।  
লেখক ও সাংবাদিক।  

news24bd.tv/ডিডি