যুবলীগ নেতা নাজমুলকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ 

হাইকোর্ট

যুবলীগ নেতা নাজমুলকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ 

অনলাইন ডেস্ক

মাদক মামলায় অর্থের বিনিময়ে অন্য আসামির জেল খাটার ঘটনায় যুবলীগ নেতা নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১২ মে) বিচারপতি  আশরাফুল কামালের একক বেঞ্চ এ আদেশ দেন।

প্রতারণার বিষয়টি আদালতের নজরে আনা সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জানান, নাজমুলকে এখন যেকোনো আইনি কার্যক্রম চালাতে হলে আত্মসমর্পণ করেই করতে হবে। মঙ্গলবার এ বিষয়ে পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।

 

এর আগে এ ঘটনায় সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করে হাইকোর্ট জানতে চান, কীভাব একজনের পরিবর্তে অন্য আসামি জেলে ঢুকলো।  

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে উত্তরার একটি বাসা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ একজনকে আটক করা হয়। তবে পালিয়ে যান চক্রের মূলহোতা যুবলীগ নেতা নাজমুল হাসান। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিচারে পলাতক নাজমুল হাসানকে সাত বছরের কারাদণ্ড হয়। পরে জানা যায়, এ পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে যিনি জেল খেটেছেন, তার প্রকৃত নাম মিরাজুল ইসলাম।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর