নিখোঁজের ১০ দিন পর মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে কচুরিপানার ভেতর লুকানো অবস্থায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামসুল হাওলাদার (৪০)। লাশের পাশে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মনখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে দিনমজুরের লাশ উদ্ধার হয়। নিহত শামসুল হাওলাদার জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে। এর আগে গত গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন ওই দিনমজুর। সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান খান জানান, দিনমজুর নিখোঁজের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছিলো তার পরিবার। তিনি আরও জানান, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রহিমা আক্তার নামে এক নারীসহ ২ জনকে আটক করা হয়।...
কচুরিপানার ভেতর মিললো দিনমজুরের মরদেহ
মুন্সিগঞ্জ প্রতিনিধি

থানার সামনে টিকটক করে আটক আওয়ামী লীগ নেত্রী
অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো সেই আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। আটক আওয়ামী লীগ নেত্রীর নাম শিউলী খাতুন (৪২)। আটক শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। সম্প্রতি, শিউলী খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে বলি ও দারোগা, পেয়েছি মুখ, তোমার পুলিশ ফেঁসেছে-পরান আমার ভালবেসেছে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। তবে এ সময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।...
বান্দরবানের দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত, নিষেধাজ্ঞা প্রত্যাহার
অনলাইন ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পট দেবতাখুম মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত ১ বছর থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে রোয়াংছড়ির দেবতাখুম খুলে দেয়া হলেও এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে রুমা এবং থানচি উপজেলায়। বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভা ও ৪ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের ভিত্তিতে দেবতাখুম খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোয়াংছড়ি উপজেলা পর্যটক গাইড অ্যাসোসিয়েশনের অন্যতম...
রাজশাহীতে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে আটক ৯
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবমৈত্রী নেতাসহ ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে রাজশাহী মহানগরীর ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া এলাকার বাসিন্দা সুমন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ও বাঘামারা উপজেলার বাসিন্দা আতিকুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহবায়ক হাফিজুর রহমান সাগরসহ অনেকে। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক, সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলা রয়েছে। news24bd.tv/TR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর