ইশরাকের মুক্তি দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ 

ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইশরাকের মুক্তি দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ 

অনলাইন ডেস্ক

বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (২০ মে) বিকেলে রাজধানীর গোপীবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন পুরান ঢাকার বিএনপি নেতারা। মিছিলটি বেলা ৩টায় গোপীবাগ এলাকা থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি, অভয় দাস লেন, আর কে মিশন রোড প্রদক্ষিণ শেষে আবারও গোপীবাগে এসে শেষ হয়।  

এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাব্বির আহম্মেদ আরেফ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাবেল শিকদার, গেন্ডারিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সূত্রাপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, ওয়ারী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এস হোসেন টমাস, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টুসহ ওয়ার্ড বিএনপি ও ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

এদিকে, একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে ব্রাদার্স ক্লাব হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ গোপীবাগ রেলগেটে গিয়ে শেষ হয়।

এতে ঢাকা মহানগর দক্ষিণের নেতা আব্দুর রহিম ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে ঢাকা দক্ষিণের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তি দাবি করা হয়।  

এছাড়াও ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন যাত্রাবাড়ী থানা বিএনপি। বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর নবি টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় মিছিল থেকে অনতিবিলম্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতাকর্মীরা। মিছিলটি যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কাজলা এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় যাত্রাবাড়ী থানার ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল ভূঁইয়া তুহিনসহ সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, যুবদল সভাপতি নূরুল আমিন পায়েল উপস্থিত ছিলেন।

news24bd.tv/আইএএম