নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪০ 

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪০ 

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪০ 

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে খনি শ্রমিক সম্প্রদায়ের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেলে এসে হামলা চালায় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। আজ মঙ্গলবার স্থানীয় স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।  

বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার রাতে প্লাতেউ রাজ্যের ওয়াসে জেলায় হামলার ঘটনা ঘটে।

এই জেলায় দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদ নিয়ে বিরোধের জেরে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটছে।  

প্লাতেউ রাজ্যের তথ্য কমিশনার মুসা ইব্রাহিম আশোমস টেলিফোনে এএফপিকে বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা জুরাক সম্প্রদায়ের ওপর আক্রমণ করেছে। তারা বিক্ষিপ্তভাবে গুলি করেছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে।

স্থানীয় নেতা শাফিই সাম্বো জানান, হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, ওয়াসে জেলায় জিঙ্ক ও সীসার খনি রয়েছে। প্লাতেউ রাজ্যেই প্রায়ই যাযাবর পশুপালক এবং যাজক চাষীদের মধ্যে সংঘর্ষ হয়। এছাড়া উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় প্রায়ই সন্ত্রাসীরা হামলা ও লুটপাট চালায়।   

গত জানুয়ারিতে, প্লাতেউ রাজ্যের মাঙ্গু শহরে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষে ৫০ জনের মৃত্যু হয়। বাস্তচ্যুত হয় হাজার হাজার মানুষ।  

news24bd.tv/aa